Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
25 th Ansar Battalion Training notice
Details

।। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ তম রিক্রুট আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত বাছাই পক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ২৪/০৩/২০২৪ খ্রিস্টাব্দ হতে রিক্রুট আনসার ব্যাটালিয়ন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ইতোমধ্যে আনসার ও ভিডিপি একাডেমিতে শুরু হয়েছে। অর্থাৎ ২৫ তম রিক্রুট আনসার ব্যাটালিয়নের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ শেষ। প্রতারক চক্র ২৫ তম রিক্রুট আনসার ব্যাটালিয়নের সিপাহি পদে পুনরায় মাঠ হবে এমন মিথ্যা বার্তা এবং ভুয়া নিয়োগপত্র প্রেরণ করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এধরণের ভুয়া নিয়োগপত্র ও মিথ্যা বার্তা থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে। বাহিনীর পরবর্তী নিয়োগ ও এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সকল তথ্যাদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এবং Bangladesh Ansar & VDP ফেইসবুক পেইজে জানানো হবে।

Images
Attachments
Publish Date
29/03/2024
Archieve Date
31/12/2025